পাবলিক পরীক্ষার সময়সূচিতে বিরতি থাকছে না

 

স্টাফ রিপোর্টার: ভবিষ্যতে পাবলিক পরীক্ষার সময়সূচিতে সরকারি ছুটির দিন ছাড়া কোনো বিরতিরাখা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বুধবারসচিবালয়ে এক সংবাদ ব্রিফিঙে মন্ত্রী এ কথা বলেন।
এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সরকারেরগঠিত আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গত রোববার তদন্ত প্রতিবেদন মন্ত্রীর হাতেতুলে দেয়। ঢাকা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ইংরেজি ওগণিত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হুবহু ফাঁস হয়েছে বলে প্রমাণপেয়েছে কমিটি। এ দুটি বিষয়েরই ফাঁস হওয়া প্রশ্নপত্রের নমুনা পাওয়া গেছেফরিদপুর থেকে। তবে ফাঁসের সুনির্দিষ্ট উত্স বের করতে পারেনি কমিটি।পৌনেতিন মাস তদন্ত করে কমিটি। এতে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস হওয়া ঠেকাতেবেশিসংখ্যক প্রশ্নের সেট ছেপে পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে সেটনির্ধারণ করে পরীক্ষা নেয়াসহ চারটি মূল সুপারিশ করা হয়েছে।তদন্তপ্রতিবেদন পাওয়ার পর শিক্ষামন্ত্রী ওই দিনই এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রফাঁসকে গত সাড়ে পাঁচ বছরের ইতিহাসে ‘কালো দাগ’ উল্লেখ করে সাংবাদিকদেরবলেন, ‘এটাকে আমরা সহজভাবে নিইনি। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেপ্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ প্রতিবেদনে বলা হয়, ঢাকা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্র ও গণিতদ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। এর মধ্যে ইংরেজি পরীক্ষা স্থগিতকরে নতুন করে পরীক্ষা নেয়া হয়। আর গণিতের প্রশ্ন সেট পরিবর্তন করে পরীক্ষানেয়া হয়।শিক্ষামন্ত্রী গতকাল ব্রিফিঙে জানান, ভবিষ্যতে পরীক্ষাপদ্ধতি অবশ্যই পরিবর্তন করা হবে। তবে কতোটুকু করা হবে, তা বিবেচনার বিষয়।সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সুপারিশসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।