পাকিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার মাঝারি ভূমিকম্প

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের কিছু অংশে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে, হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। সিন্ধু প্রদেশের সুক্কুর, লারকানা, দাদু, জ্যাকোবাবাদ এবং বেলুচিস্তান প্রদেশের দেরা, মুরাদ জামালি, নাসিরাবাদ ও জাহোব অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই অঞ্চলসমূহের মানুষ ভূকম্পনের সময় আতঙ্কে ঘর থেকে দৌড়ে বাইরে অবস্থান নিয়েছিলেন। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিলো সিন্ধু প্রদেশের লারকানা অঞ্চলের ৬৩ কিলোমিটার দক্ষিণে। আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা সরদার আহমেদ বলেছেন, সিন্ধু ও বেলুচিস্তান প্রদেশের কিছু অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে, করাচি ও কোয়েটাতে ভূমিকম্প আঘাত হানেনি বলে নিশ্চিত করেন তিনি।