পাকিস্তানে বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানেরগোলযোগপূর্ণ উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গিদের গোপন আস্তানায় জেট বিমান হামলায়১৭ জন জঙ্গি নিহত হয়েছে। গতশুক্রবার রাতে উত্তর ওয়াজিরিস্তানে দরগামান্ডি ওচশমা গাঁও এলাকায় সর্বশেষ এ বিমান অভিযান চালানো হয়। গতকালশনিবার দেশটির একগোয়েন্দা কর্মকর্তা এ বিমান হামলায় জঙ্গিদের নিহত হওয়ার খবর নিশ্চিতকরেছেন।পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, জঙ্গিদেরগোপন আস্তানায় বিমান হামলায় ১৭ জঙ্গি নিহত এবং তাদের ছয়টি কম্পাউন্ড ধ্বংসহয়েছে।এদিকে বিভিন্ন ত্রাণ সংস্থা পাকিস্তানে সামরিক অভিযানে পালিয়েযাওয়া শরনার্থীদের জন্য ত্রাণ প্রচেষ্টা জোরদার করেছে। উত্তর ওয়াজিরিস্তানেএ ধরণের সামরিক অভিযানে প্রায় পাঁচ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে বিভিন্নশরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী ওই অঞ্চলেজঙ্গিদের শক্তিশালী ঘাঁটি গুড়িয়ে দিতেই সেখানে সামরিক অভিযান চালানো হয়।মধ্যজুনে এ অভিযান শুরুর পর থেকে উত্তর ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী বান্নুশহরে হাজার হাজার লোক পালিয়ে যায়। এ সময় আরো শ শ লোক লাক্কি মারওয়াত, কারাক ও ডেরা ইসমাইল খান শহরে চলে যায়।