পল্টু সভাপতি ও হাফিজুর রহমান সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার: ইউএসএআইডি এগ্রো ইনপুটে প্রকল্প সিএনএফএ বাংলাদেশের সহায়তায় খুচরা কৃষি উপকরণ বিক্রেতা নেটওয়ার্ক (এআইআরএন) বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এসএম সাহাবউদ্দিন পল্টুকে সভাপতি ও আলহাজ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এডহক কমিটির আহ্বায়ক এসএম সাহাব উদ্দিন পল্টু। আলোচনায় অংশ নেন কোঅর্ডিনেটর কৃষিবিদ মোকাছেদ আলী ও এমএনই স্পেশালিষ্ট ডা. সাঈদ-উর রহমান। এআইআরএন’র ভবিষ্যত সার্ভিস, কার্যনির্বাহী কমিটির দায়িত্ব ও করণীয় এবং এআইআরএন’র শক্তিশালী নেটওয়ার্ক গঠনের ওপর আলোচনা করা হয়। আলোচনায় চুয়াডাঙ্গা সদর উপজেলার নেটওয়ার্কের ৪৬জন খুচরা কৃষি উপকরণ বিক্রেতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএনএফএ বাংলাদেশ প্রোগাম অফিসার আশরাফুল ইসলাম ও সহায়তা ছিলেন পিও আলী সিদ্দিক। বিজ্ঞপ্তি।