পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহেরের বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছেন উচ্চ আদালত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সাময়িক বরখাস্তের আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালতের একটি ডিভিশন বেঞ্চ। চেয়ারম্যানের পক্ষে আইনজীবী এ তথ্য জানিয়ে বলেছেন, রিট পিটিশনের শুনানী শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিসন বেঞ্চ এ আদেশ দিয়েছেন। যা শিগগিরই সংশ্লিষ্ট দফতরসমূহে পৌছে দেয়া হবে।
জানা গেছে, বিভিন্ন প্রকল্পের বিপরীতে অর্থ আত্মসাতসহ কিছু অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও স্থানীয় সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহেরকে তার দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সাময়িকভাবে বরখাস্তের আদেশ বলে প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্বভার হস্তান্তরের জন্যও বলা হয় তাকে। এরই মাঝে চেয়ারম্যান আবু তাহের উচ্চ আদালতে রিট করে তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন। শোনানী শেষে উচ্চ আদালত সাময়িক ওই বরখাস্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন। এ তথ্য জানিয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা চক্রান্তমূূলক। ফলে তা চ্যালেঞ্জ করেই উচ্চ আদালতের দারস্থ হয়েছি। উচ্চ আদালত আমার বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।