নৌকার বিপক্ষে নামায় আ.লীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার: দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে। নিহত রবিউল ইসলাম (৫০) যশোরের ঝিকরগাছার গদখালী ইউপির সাবেক মেম্বার এবং গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন। যশোরের ঝিকরগাছার গদখালী গ্রামে দুর্বৃত্তরা মারাত্মকভাবে আহত করে।  গুরুতর অবস্থায় রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সকালে অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২, ঝিকরগাছা-চৌগাছা, আসনের প্রার্থী সাবেক বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যাপক রফিকুলের ‘কলস মার্কার’ পক্ষে প্রচারণায় নেমেছিলেন তিনি। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. মনিরুল ইসলাম মনির নৌকা মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *