নির্বাচন চ্যালেঞ্জে আইনি ফাঁক-ফোকর খুঁজছে বিএনপি

স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারির একতরফা নির্বাচন চ্যালেঞ্জের বিষয়ে আইনগত ফাঁক-ফোকর খুঁজছে প্রধান বিরোধীদল বিএনপি। গতরাতে সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. এজে মোহাম্মদ আলী সাংবাদিকদের এমন আভাস দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আইনজীবী প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, গণতন্ত্র হত্যার এ প্রহসনের নির্বাচনের ব্যাপারে আইনগতভাবে কিছু করা যায় কি-না সে ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের সাথে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এজে মোহাম্মদ আলী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে মৌলিক অধিকার হরণ করা হয়েছে। তার মৌলিক অধিকার সাংবিধানিকভাবে রক্ষার করার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। রাত পৌনে ১০টার দিকে সুপ্রিমকোট বার অ্যাসেসিয়েশনের সভাপতি অ্যাড. এজে মোহাম্মদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. এবিএম রফিকুল হকের নেতৃত্বে সাত সদেস্যের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে প্রবেশ করেন।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *