নিউ মডার্ন জুয়েলার্সে চুরি মামলা : নৈশপ্রহরীসহ তিনজন রিমান্ডে


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানার সামনের নিউ মডার্ন জুয়েলার্সে চুরি মামলায় গ্রেফতারকৃত সারজেত, জমসেদ ওরফে ফিটিং ও শিহাবকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ঈদের দিনে বা রাতে নিউ মডার্ন জুয়েলার্সের দেয়াল ভেঙে সিন্দুক থেকে প্রায় ৫০ ভরি সোনা ও সোনার গয়না চুরি হয়। চোরাই সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ।

চুরির পরপরই নৈশপ্রহরী সারসেতকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কয়েকদিন জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো তথ্য উদ্ধার করতে না পেরে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় তাকে। সারজেত মেহেরপুর বলিয়ারপুরের বদর উদ্দীনের ছেলে। দৌলাতদিয়াড় চূনুরীপাড়ায় ভাড়ায় বসবাস করেন। তাকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। দৌলাতদিয়াড় চূনুরীপাড়ার আচুন শেখের ছেলে জমসেদ ওরফে ফিটিং ও কেদারগঞ্জ মালোপাড়ার মসলেম উদ্দীনের ছেলে শিহাবকেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ফিটিংকে দুদিন ও শিহাবকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনজনকেই গতকাল চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।