নাশকতার আশঙ্কায় বগুড়ায় বিজিবি মোতায়েন

 

স্টাফ রিপোর্টার: বগুড়ায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন। বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায়ের পর নাশকতা হতে পরে এমন আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) প্রত্যয় হাসান জানান, বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য জেলা শহর এবং বিভিন্ন উপজেলায় তিন প্লাটুন বিজিবি টহলে থাকবে। মূলত নাশকতা প্রতিরোধে কাজ করবে বিজিবি। জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত এএসপি গাজিউর রহমান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে।