নামের বিভ্রাট : ধোলাই হলো প্রকৃত শাওনের

জীবননগর ব্যুরো: শাওন নামের বিভ্রাটের কারণে প্রকৃত অপরাধী শাওনের পরিবর্তে নিরাপরাধ শাওন হয়রানির শিকারে পরিণত হচ্ছিলো। পুলিশ হন্যে হয়ে খুঁজছিলো নিরাপরাধ শাওনকে। অবশেষে গতকাল শনিবার অপরাধী শাওনের মুখোশ উন্মোচিত হয়েছে। একই দলের হলেও ছাত্রলীগের ছেলেরা তার অপরাধের জন্য প্রকৃত শাওনকে ধোলাই দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি জীবননগর-দত্তনগর সড়ক থেকে সরকারি গাছ চুরি হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের আঁধারে গাছ কেটে লোপাট করে এবং শহরের আনোয়ারের স’মিলে নিয়ে মজুদ করে। খবর পেয়ে পুলিশ স’মিল থেকে চোরাই কাঠ উদ্ধার করে। পুলিশ জানতে পারে সিরাজুল ইসলামের ছেলে শাওন এ গাছ চুরির সাথে জড়িত। খবরের ভিত্তিতে পুলিশ রাজনগরপাড়ার সিরাজুল ইসলাম মনোর ছেলে শাওনকে ধরতে অভিযান পরিচালনা করে। নিরাপরাধ শাওন ও তার পরিবার পুলিশি হয়রানি থেকে বাঁচতে ঘটনার তদন্তে নেমে জানতে পারে দৌলৎগঞ্জপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ছাত্রলীগকর্মী শাওন এ চুরির সাথে জড়িত। বিষয়টির জানার পর নিরাপরাধ শাওনের পরিবার বিষয়টি ছাত্রলীগ নেতৃবৃন্দকে জানালে ছাত্রলীগকর্মীরাও প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধানে নামেন। ঘটনা ফাঁস করে দেয়ার পূর্বেই অপরাধী শাওন নিরাপরাধ শাওনের ওপর হামলা করে তার মাথা ফাঁটিয়ে রক্তাক্ত জখম করে। ছাত্রলীগের অনুসন্ধানে ধরা পড়া নানা কাজে অভিযুক্ত সিরাজুল ইসলামের ছেলে শাওনের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে গতকাল শাওনকে ধরে ধোলাই দেয়া হয়।