নাটোরে দুর্ঘটনায় আহত সংস্কৃতিসচিবকে ঢাকায় নেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় আহত সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমারবিশ্বাসকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায়  নেয়া হয়েছে। তাঁকে বহনকারীএয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহীবিমানবন্দর থেকে ছেড়ে যায়।রাজশাহী থেকে ঢাকায় আসার পথে বেলা সাড়ে ৩টার দিকে নাটোরে সংস্কৃতিসচিব সড়ক দুর্ঘটনার শিকার হন।নাটোরসদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, বেলা সাড়ে ৩টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানার রাজাকারের মোড় এলাকায়সচিবের গাড়ির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকেতাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সাদেয়া হয়। পরে ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিত্সার জন্যতাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম জানান, ‘তাঁর (রণজিৎ কুমার বিশ্বাস) “লেফট হিপ ডিসপ্লেসড” হয়ে গেছে। এছাড়া মাথায় গুরুতর আঘাত লেগেছে।রাজশাহী নগরের সার্কিট হাউসে গত বৃহস্পতিবার একটিবৈঠকে অংশ নেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস। আজ সকাল সাড়ে ১০টার দিকেসার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নাটোরে তিনি এদুর্ঘটনার শিকার হলেন।