নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশির একজনের মৃত্যু

মাথাভাঙ্গা অনলাইন : নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশির মধ্যে ফারুখ হোসেন (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ফারুখ তেলডাঙ্গা গ্রামের এনামুল হকের ছেলে।রোববার বেলা  সাড়ে ১১টার দিকে ভারতের মালদার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে বিএসএফ’র বরাত দিয়ে জানিয়েছেন বিজিবি।

নওগাঁর ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার শামসুল হক রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকালে ভারতের পান্নাপুর বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে বিজিবির কর্মকর্তাদের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই পতাকা বৈঠকে ফারুখের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

সোমবার সকাল ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফারুখের লাশ বিজিবির কাছে হস্তান্তর করবে বিজিবিকে জানান বিএসএফ।

উল্লেখ্য, গত শনিবার সকাল ৮টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকায় জিয়াফুর রহমান (৩০) ও ফারুখ হোসেন (২৫) নামে দুই বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *