দৌলতপুর সীমান্ত এলাকায় অস্ত্র ও গুলিসহ অস্ত্রব্যবসায়ী আটক

দৌলতপুর সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন জামালপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ সোহান (৩৩) নামে এক অস্ত্র ও মাদকব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তিনি জামালপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
বিজিবি ও থানা পুলিশ জানায়, গত রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন জামালপুর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সোহানকে আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বিদেশি নাইন এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, গ্রেফতারকৃত সোহান সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।