দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র ফেরি সঙ্কট

স্টাফ রিপোর্টার: গত এক সপ্তাহ ধরে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে তীব্র ফেরি সঙ্কট বিরাজ করছে। এতে যানবাহন পারাপার ব্যাহত হয়ে উভয় ঘাটে আটকা পড়েছে যানবাহন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উভয় ঘাট মিলে সহস্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আটকে থাকে। তীব্র ফেরি সঙ্কটের মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত আকস্মিক ঝড়ো-বাতাসের কারণে এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ছিলো। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ আরো বেড়ে যায়।

বিআইডব্লিউটিসিসূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট দিয়ে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে ৩ হাজার যানবাহন নদী পারাপার হয়ে থাকে। এ যানবাহনগুলো স্বাভাবিকভাবে পারাপারের জন্য অন্তত ১৬-১৮টি ফেরি সার্বক্ষণিক সচল থাকা দরকার। কিন্তু গত বুধবার রাত থেকে চলছে মাত্র ১১টি ফেরি। ফেরি সঙ্কটের পাশাপাশি দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট এলাকায় ড্রেজিং চলায় বেশ কিছুদিন ধরে ঘাটটির পন্টুনের ৩টি পকেটের মধ্যে ২টি রো-রো পকেট বন্ধ রয়েছে।