দৌলতদিয়ায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির পাশে গোরস্তান এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ সাগর হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। সাগর মাগুরা জেলা সদরের সত্যজিতপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লির পাশে গোরস্তান এলাকায় অভিযান চালিয়ে দু রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ সাগরকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার তাকে রাজবাড়ী জেলা আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *