দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ-ফেরি চলাচল বন্ধ

মাথাভাঙ্গা অনলাইন:  নাব্যতা সঙ্কট, স্রোতের তোড়ে চ্যানেল থেকে ফেরি ডুবো চরে আটকা পড়ার আশঙ্কা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে ওই রুটের নৌযান  চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক বিদ্যুত কুমার সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হবে।

তবে এ প্রতিবেদন তৈরির সময় (৯.৩০ মি.) পাটুরিয়া ঘাটে নৌ পবিরহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরিঘাট কিভাবে সবসময় স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসেছেন বলে জানা গেছে।

উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় থাকা যাবাহনের দীর্ঘ সারি রয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির (পাটুরিয়া)ব্যবস্থাপক সফিকুল ইসলাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *