দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : ইডব্লিউজি

স্টাফ রিপোর্টার: দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। চলমান সহিংসতা অব্যাহত থাকলে নির্বাচনে দেশীয় পর্যবেক্ষক দেয়া হবে না। ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে এ কথা জানিয়েছেন ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তালেয়া রেহমান বলেন, আপনারা তো  পরিস্থিতি দেখছেন। আমরা মনে করি না, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তিনি আরো বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এ নিয়ে একটি প্রতিবেদনও নির্বাচন কমিশনকে দিয়েছি। এছাড়া মাঠ পর্যায়ে কর্মীদের প্রতিবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি-না। এ সময় তার সাথে থাকা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলীম বলেন, আমরা তফশিল ঘোষণার পর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) সমন্বয়ক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।