দীর্ঘ একযুগ পর জীবননগর ধোপাখালী স্কুল কমিটির নির্বাচন সমপন্ন

জীবননগর ব্যুরো: দীর্ঘ একযুগ পর জীবননগর উপজেলার ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৪০ জন ভোটারের মধ্যে ৩১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। এর মধ্যে নূরুজ্জামান-কাওছার প্যানেল বিপুল ভোটের ব্যবধানে অপর গ্রুপের জহুরুল-জুড়ন প্যানেলকে পরাজিত করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করেছে।
ধোপাখালী স্কুল ক্যাম্পাসে সকাল ১০টা থেকে একটানা ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৪০ জন ভোটারের মধ্যে ৩১১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নূরুজ্জামান-কাওছার প্যানেলের নূরুজ্জামান ২১৯ ভোট, কাওছার আলী ২১১ ভোট, আমির হোসেন ২০২ ভোট, আতিয়ার রহমান ২০১ ভোট ও শেফালী খাতুন ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে জহুরুল-জুড়ন প্যানেলের জহুরুল ইসলাম ৩০ ভোট, জুড়ন আলী ৩১ ভোট, জুড়ন মিয়া ২০ ভোট, মতিয়ার রহমান ১৪ ভোট ও মুসলিমা খাতুন ১১১ ভোট পেয়ে নির্বাচনে পরাজয় বরণ করেন বলে জানা গেছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল। তাকে সহযোগিতা করেন ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম।