দিল্লিতে মেডিকেল ছাত্রী ধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসির আদেশ

 

মাথাভাঙ্গা অনলাইন ঃ চলন্ত বাসে মেডিকেল ছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুুক্ত চার জনকে ফাঁসির আদেশ দিয়েছেন ভারতের দিল্লির একটি বিশেষ আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত চারজন হলো মুকেশ, বিনয়, অক্ষয় ও পবন।  মঙ্গলবার দিল্লি গণধর্ষণ মামলায় চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে দ্রুত বিচার আদালত।
বাকি পাঁচ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে তিন বছরের জন্য বিশেষ সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাম সিং নামে আরেক অভিযুক্ত হাজতেই আত্মহত্যার করে।
গত বছর ১৬ ডিসেম্বর দিল্লির চলন্ত বাসে ছয় ব্যক্তির গণধর্ষণ আর পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছিলেন বছর ২৩-এর প্যারামেডিক্যালের এক ছাত্রী। মৃত্যুর সঙ্গে তীব্র পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত হার মানেন মেয়েটি।

এই ঘটনায় সারা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ হয়। নজিরবিহীন প্রতিবাদের জেরে আইন বদলানোর প্রক্রিয়াও শুরু হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *