দিল্লিতে ধুলিঝড়ে নিহত ১২, বিমান চলাচল বিঘ্নিত

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতেররাজধানী নয়াদিল্লিতে গত শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ ধুলিঝড়ে কমপক্ষে ১২ জননিহত এবং আরো ১৩ জন আহত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে দিল্লির ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি বিমান। এছাড়া বাতিল হয়ে যায় ২৫টিরবেশি ফ্লাইট। শত শত গাছপালা ভেঙে পড়ার কারণে শহর জুড়ে শুরু হয় ব্যাপকযানজট। অনেক এলাকায় দেখা দেয় দীর্ঘ বিদ্যুত বিপর্যয়।এক প্রতিবেদনে বলা হয়, গতশুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে দিল্লির ওপরদিয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ধুলিঝড় বয়ে যায়। দিল্লির বিভিন্ন এলাকায়গাছপালার নিচে পড়ে, ঘরের প্রাচীর ধসে এবং বৈদ্যুতিক তারে জড়িয়ে কমপক্ষে ১২জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দিল্লিতে ৯ জন এবং গাজিয়াবাদে ৩ জন নিহতহন। ঝড়ে দিল্লির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো পূর্ব দিল্লি, নোইদা এবংগাজিয়াবাদ। শুক্রবারের ঝড়ে দিল্লির ব্যস্ত জীবনযাত্রা বেশ কয়েক ঘণ্টারজন্য স্থবির হয়ে পড়ে। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণে দিল্লিরঅনেক সড়কে যান চলাচল ব্যাহত হয়।