দারিদ্র্যের কাছে হার মানেনি মেহেদী

 

জীবননগর ব্যুরো: দরিদ্রতা দমাতে পারেনি জীবননগর উপজেলার উথলী গ্রামের মেহেদী হাসানের সাফল্যকে। সে উথলী মাধ্যমিক বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের কৃতীছাত্র মেহেদী হাসান। তার ভূমিহীন দিনমজুর পিতা রুহুল আমিনের অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। দারিদ্র্যের সাথে লড়াই করে তার বেড়ে ওঠা। খেয়ে না খেয়ে প্রতিনিয়ত সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যেতে হয়েছে তাকে। বিদ্যালয়ে যাওয়ার জন্য একটিই মাত্র পোশাক ছিলো তার। তার ছিলো না কোনো গৃহশিক্ষক। বই না থাকায় মেহেদীকে সহপাঠীদের কাছ থেকে বই ধার নিয়ে লেখাপড়া করতে হয়েছে। লেখাপড়ার পাশাপাশি পরিবারের অন্যদের সাথে মেহেদীকে কৃষিকাজও করতে হয়। মেহেদী হাসান ভবিষ্যতে চিকিৎসক হতে আগ্রহী; কিন্তু আর্থিক অসচ্ছলতা তার স্বপ্ন পূরণে প্রতিবন্ধকতা হয়ে দেখা দিয়েছে।