দামুড়হুদা ভ্রাম্যমাণ আদালতের অভিযান : বর ও কনের পিতার ১০ দিনের জেল

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্যবিয়ের অপরাধে বর ও কনের পিতাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মহিদুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুনের (১৪) সাথে আলমডাঙ্গা উপজেলার রামনগর সাহেবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে জিনারুল ইসলাম (৩০) গতকাল শুক্রবার দুপুরে প্রায় ৫০ জন বরযাত্রীকে সাথে নিয়ে বিয়ে করতে আসে।
বাল্যবিয়ে পড়ানো হচ্ছে এমন খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বিকেল সাড়ে ৩টার দিকে বিয়েবাড়িতে হাজির হন এবং বর-কনের জন্মসনদ যাচাই করেন। জন্মসনদে কনের বয়স ১৪ বছর হওয়ায় কনের পিতা মহিদুল ও বর জিনারুলকে আটক করেন এবং বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯’র ৫ ধারায় ভ্রামমাণ আদালত বসিয়ে উভয়কেই ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।