দামুড়হুদা পাইলট হাইস্কুলের শিক্ষক আনছার আলী মাস্টারের ইন্তেকাল : শোক প্রকাশ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক দশমীপাড়ার মৃত শরিওতুল্লাহ বিশ্বাসের ছেলে আনছার আলী মাস্টার (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে (হৃদরোগ ইন্সটিটিউট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দির্ঘদিন থেকে ডায়বেটিস রোগে ভুগছিলেন।

পরিবারের সদস্যরা বলেছেন, গত শুক্রবার বেলা ১২টার দিকে জুম্মার নামাজ পড়ার জন্য নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করতে গিয়ে হঠাত অসুস্থ হয়ে পড়েন। ওই দিন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে নেয়া হয়। আবারো অসুস্থ হয়ে পড়লে নেয়া ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে। গতকাল রোববার তার শারিরীক অবস্থার আরো অবনতি হয় এবং রাত সাড়ে ৯টার দিকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে (হৃদরোগ ইন্সটিটিউট) করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইনসেন্টিভ কেয়ারে মৃত্যুবরণ করেন। ৬ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ৫ম। মৃত্যুকালে স্ত্রী, দু পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী পক্ষের শক্তির একজন নিবেদিত প্রান। এ দিকে শিক্ষক আনছার আলী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু, উপজেলা ১৮ দলীয় সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি লিয়াকত আলী শাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, থানা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, দামুড়হুদা পাইলট হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ সকল মহল। আজ সোমবার বেলা ১১ টার সময় দামুড়হুদা পাইলট হাই স্কুল মাঠে যানাজার নামাজ শেষে দশমী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।