দামুড়হুদায় যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা ব্র্যাক অফিসে শিক্ষক, ইমাম, সাংবাদিক, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। যক্ষ্মা কর্মসূচির উপজেলা ম্যানেজার অচিন্ত কুমার বোসের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি হাফিজুর রহমান কাজল, ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচির উপজেলা ম্যানেজার দেবব্রত কুমার দাস। বক্তব্য রাখেন সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল ও অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহজাহান আলী, কানিজ ফাতেমা, শাফকুল ইসলাম, সাংবাদিক শরীফ উদ্দীন, ইমাম হাফেজ মহসিন আলী, ইউপি সদস্য মুনসুর আলী, মোয়াজ্জেম হোসেন, আলেফ খা, শামীমা সুলতানা, হামিদা খাতুন প্রমুখ। প্রধান অতিথি জানান, চুয়াডাঙ্গা জেলায় যক্ষার শেষ ধাপের ৮ জন রোগীর মধ্যে দামুড়হুদার দর্শনায় রয়েছে ৪ জন। এছাড়া এ উপজেলায় বিভিন্ন ধাপের আরও ২২০ জনের মতো রোগী রয়েছে। ফলে এ উপজেলা অনেকটাই ঝুকিতে রয়েছে। এজন্য সকলকে বেশি সচেতন হতে হবে। তবে নিয়মিত ওষুধ সেবনে যক্ষ্মা ভালো হয়।  অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অর্গানাইজার সেলিম রেজা।