দামুড়হুদায় বিষমুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকর‌্যালি অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, মাটির স্বাস্থ্য সুরক্ষাসহ বিষমুক্ত খাদ্য উৎপাদনের লক্ষ্যে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, জেলা কৃষিসম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক একেএম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান সহকারী আমিরুল হক পলাশ।