দামুড়হুদায় বিএনপির দু গ্রুপের মারামারি : আহত চার

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় বিএনপির দু গ্রুপের মারামারিতে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও অপর একজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবু খান সমর্থকেরা হাজি মোজ্জাম্মেল হক সমর্থদেরকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার দামুড়হুদা দশমীপাড়ার আশরাফ আলী ছেলে দামুড়হুদা কলেজ ছাত্রদল নেতা ফয়সাল বিন তানজিরের সাথে বিরোধ বাধে একই এলাকার সজলের। কথাকাটির এক পর্যায়ে তানজির সজলকে মারধর করে। এ ঘটনায় সজল তার পক্ষের লোকজন নিয়ে তানজিরের ওপর হামলা চালায়। এতে আরও আহত হন- সাহাজান মালিতার ছেলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হাসান মন্টু (২৭), রবিউল হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন (২৮) ও চিতলার বুড়োর ছেলে হ্যাপি (২৮)। এদের মধ্যে তানজির, মন্টু ও ইমতিয়াজেক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হ্যাপিকে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয় হচ্ছে বলে জানা গেছে।

তবে, অপরপক্ষ বলেছে এটা দলীয় কোন্দল নয়। এটা পারিবারিক বিষয় নিয়ে হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *