দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধে ছাত্রী ফোরাম গঠন বিষয়ে আলোচনা

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলভিত্তিক ছাত্রী ফোরাম গঠন বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আজিজুল হক আজিজ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসমাইল হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী প্রমুখ। আলোচনা শেষে উপজেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ের ৭০ জন দু:স্থ ছাত্রীদের মাঝে সেনেটারি কিটস বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, যে সমস্ত ছাত্রীরা বাল্যবিয়ে করবে না তাদেরকে সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা, লেখাপড়ার খরচসহ নানা সুযোগ সুবিধা দেয়া হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।