দামুড়হুদায় আইসিটি বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

 

আইসিটি বিষয়ক জ্ঞান বৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় আইসিটি বিষয়ক মাধ্যমিক পর্যায়ের ১ম ব্যাচের ২৪ জন সহকারী শিক্ষককে ১৫ দিনব্যাপী প্রশক্ষিণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ওই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের সকলের আইসিটি বিষয়ে জ্ঞান বৃদ্ধি করতে হবে। বিশেষ করে নুতন প্রজন্মকে এ বিষয়ে এগিয়ে নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আইসিটি উপকরণ দেয়া হচ্ছে। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের। ব্যানবেইস ঢাকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফসহ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন শিক্ষক আব্দুল লতিফ, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, আবু বক্কর ও নূরুল ইসলাম। এর আগে প্রধান অতিথি নবনির্মিত আইসিটি ভবনের ফলক উন্মোচন করেন এবং ব্যানবেইস কর্তৃক নির্মিত ইউআইআরসিই প্রকল্পের আওতায় দেশের ১২৫টি উপজেলায় নবনির্মিত আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন ভবনের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকন্ফারেন্সের মাধ্যমে একযোগে উদ্বোধন করেন। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।