দামুড়হুদার হরিশচন্দ্রপুরে সরকারি গাছ কর্তন : পুলিশ ফাঁড়িতে অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হরিশচন্দ্রপুর গ্রামের প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে এ গাছ কাটা হয়। জনস্বার্থে ওই গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ওমর ফারুক লিখিত অভিযোগ করেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির হরিশচন্দ্রপুর গ্রামের প্রভাবশালী ইমান আলীর ছেলে রবিউল ইসলাম গং গ্রাম সংলগ্ন রাস্তার পাশে একটি মোটা চটকাগাছ নিজের দাবি করে কেটে নেন। পরে গাছের গুড়িটি ১৯ হাজার টাকায় জনৈক ব্যাপারির নিকট বিক্রি করে। গ্রামের লোকজন সরকারি গাছ কাটায় বাধা সৃষ্টি করলে রবিউল গং জোরপূর্বক কেটে বিক্রি করে দেয়। গাছটি বর্তমানে কার্পাসডাঙ্গা হাসান ‘স’ মিল কারখানায় রয়েছে। জনস্বার্থে হরিশচন্দ্রপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক বাদী হয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুর রহমান আসাদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং গাছের গুড়িটি দেখেছি। ‘স’ মিলের মালিকের সাথে কথা বলেছি গাছের সমাধান না হওয়া পর্ষন্ত গাছের গুড়ি এভাবেই থাকবে। গাছ কর্তনকারী রবিউলকে জিজ্ঞাসা করলে গাছটি নিজের বলে দাবি করেন।