দামুড়হুদার শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করলেন ইউএনও : মেরামতের আশ্বাস

 

এমআর কচি/শরিফ রতন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষগুলো দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ অবস্থায় পরিনত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন গুলোতে চলছে শিক্ষা কার্যক্রম। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে শিক্ষার্থীরা। এলাকার শিক্ষানুরাগীদের অনুরোধে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শনে যান দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পরিদর্শনে এসে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলো দ্রুত মেরামতের আশ্বাস দেন তিনি। মেরামত না হওয়া পর্যন্ত এ সব ভবনগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। তাছাড়া তিনি স্কুলের জমি দখলদারদের কাছ থেকে দখল মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান । এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আ. করিম, ইউপি সদস্য আ. সবুর, এসএমসির সভাপতি সাহাবুদ্দিন, প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এর আগে তিনি দামুড়হুদার শিবনগর নির্মাণাধীন ডিসি ইকো পার্কে বৃক্ষরোপণ করেন ।