দামুড়হুদার বিভিন্ন ইটভাটার সামনে মাটির স্তুপ : সামান্য বৃষ্টিতেই জনদুর্ভোগ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার বিভিন্ন এলাকায় প্রধান সড়কের পাশে ইটভাটাগুলোর মাটি-কাদা পড়ে প্রধান সড়কগুলো চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ট্রাকযোগে অন্য স্থান থেকে মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় রাস্তার ওপর পড়ে এ দশার সৃষ্টি হয়। ফলে সামান্য বৃষ্টি হলে আর রক্ষে নেই। রাস্তা পিছল হয়ে যায়। ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে যানবাহন ও সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রধান সড়ক ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ভাটা মালিকরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে রাস্তার পাশেই মাটি রাখার স্থান নির্ধারণ করে থাকেন। ফলে মাটির স্তুপ থেকে ধীরে ধীরে রাস্তার ওপর এসে পড়ে এসব মাটি। সামান্য বৃষ্টি হলেই ভাটার আশপাশ রাস্তার ওপরে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়। এ সময় রাস্তাটি হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার শিকার হয় যানবাহন ও সাধারণ পথচারীরা।  বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভুক্তভোগী মহল আশা করে।