দামুড়হুদার বাড়াদি সীমান্তে সচেতনতামূলকসভায় ৬ বর্ডার গার্ডের পরিচালক

 

মানবপাচার মাদক ও চোরাচালান রোধে সকলকে এগিয়ে আসতে হবে

দর্শনা অফিস: দামুড়হুদার বাড়াদি স্কুল মাঠে গণসচেতনতামূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদ বলেন, চোরাকারবারী, মাদক ও মানবপাচারকারীরা দেশ তথা জাতির শত্রু। মানবপাচারকারীরা নারী-পুরুষ ও শিশু পাচার করে দেশের মর্যাদা ক্ষুন্ন করে। তাই ওদের রুখতে হবে ঐক্যবদ্ধভাবে। সেক্ষত্রে সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মদনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইউনুস আলী, বাড়াদি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান, সুলতানপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার তোতা মিয়া, সমাজ সেবক আলী আহসান, আব্দুর রাজ্জাক, হায়াত আলী, আলী আহম্মদ, দবির উদ্দিন, আকরাম আলী, মোশাররফ হোসেন, সানোয়ার হোসেন, আব্দুর রহমান, হেলাল উদ্দিন, রিন্টু প্রমুখ।