দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ


নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রমে অন্য স্কুলগুলোর তুলনায় দেড়শ টাকা করে বেশি নেয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে উঠেছেন। যেখানে অন্য স্কুল ভর্তির জন্য সাড়ে তিনশ টাকা নিচ্ছে, সেখানে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি ফিস নিচ্ছে পাঁচশ টাকা। আর ৬ষ্ঠ শ্রেণির ভর্তি ফরম বাবদ একশ আর ভর্তির জন্য নিচ্ছে পাঁচশ টাকা। তবে এজন্য কোনো রশিদ দিচ্ছে না স্কুলকর্তৃপক্ষ। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে অভিভাবকরা আশা করেন।