দামুড়হুদার ডুগডুগি পশুহাটে কুড়িয়ে পাওয়া টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব

দর্শনা অফিস: দামুড়হুদার ডুগডুগি পশুহাটে কুড়িয়ে পাওয়া টাকা ভাগা বাটোয়ারা করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গত ৩ এপ্রিল সোমবার সন্ধ্যার দিকে দামুড়হুদার ডুগডুগি পশুহাটে ৫০ হাজার টাকা ও একটি মোবাইলফোন কুড়িয়ে পায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্তগ্রামের ভুঁইয়াপাড়ার রুস্তম আলীর ছেলে গরু ব্যবসায়ী বাবু। এ সময় বাবুর সাথে থাকা একই গ্রামের আ. মালেক মেম্বারের ছেলে রাসেল ও ইব্রাহিমের ছেলে রিপনের মধ্যে টাকা পাওয়ার কথা জানাজানি হয়ে যায়। টাকা ও মোবাইলফোন পাওয়ার সাথে সাথে কৌশলে মোবাইলফোনটি বন্ধ করে দেয় রিপন। বাড়িতে ফিরে কুড়িয়ে পাওয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ৩ জনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটে হাতাহাতির ঘটনা। শেষ পর্যন্ত নিজেদের মধ্যে আপস রফার মাধ্যমে কুড়িয়ে পাওয়া টাকা ভাগাভাগি করেছে। এ ব্যাপারে মালেক মেম্বার বলেছেন, কুড়িয়ে পাওয়া টাকার পরিমান নিয়ে রয়েছে সন্দেহ। তবে মোবাইলফোনটি চালু করে রাখা হয়েছে বলেও মালেক মেম্বার জানিয়েছেন। এ ব্যাপারে হাটের ইজাদার, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু বলেছেন, টাকা হারিয়ে যাওয়া ও কুড়িয়ে পাওয়ার কথাটি আগামী হাটে গরু ব্যবসায়ীর কাছে প্রচার করা হবে।