দামুড়হুদার ছাতিয়ানতলায় আদালতের আদেশ অমান্য করে জমি জবর দখলের অপচেষ্টা

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার নাটুদা ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে আদালতের আদেশ অমান্য করে একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। মামলায় পরাজিত হয়ে মরিয়া হয়ে উঠেছে ছাতিয়ানতলা গ্রামের ছাপের মণ্ডলের রেজাউল মহুরা গং। রেজাউল মহুরা গংরা জোরপৃর্বক জমি দখলে নেয়ার জন্য লোকজন সাথে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলে অভিযোগ করেছেন অপরপক্ষের নওশাদ আলী।  ঘটনার বিবরণে জানা গেছে, দামুড়হুদার ৩৭ নং চারুলিয়া মৌজার ছাতিয়ানতলা স্কুলের পশ্চিম পাশে ৪ বিঘা জমি ছাতিয়ানতলা গ্রামের সোহরাব উদ্দীন ১৯৫৩ সালে উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মরহুম উম্বর আলী হালসোনার নিকট থেকে কেনেন। এ পর্যন্ত উল্লেখিত জমি সোহরাব উদ্দীনেন ছেলের দখলে আছে বলে সোহরাব উদ্দীন দাবি করেছেন। একই জমি নিজেদের বলে দাবি করে একই গ্রামের ছাপের মণ্ডলের ছেলে রেজাউল মহুরা চুয়াড়াঙ্গা জজকোর্টে মামলা দায়ের করেন। নওশাদ আলী পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।