দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত মামলা খারিজ

 

অভিভাবক সদস্য পদে নির্বাচনের তোড়জোড় : তফশিল ঘোষণার দাবি

মোস্তাফিজ কচি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে চুয়াডাঙ্গা আদালতে দীর্ঘদিন শুনানির পর মামলাটি খারিজ করে দেন বিজ্ঞ আদালত। মামলার কারণে প্রায় ৫ বছর বিদ্যালয়ের কোনো নির্বাচন হয়নি। মামলা খারিজ হওয়ায় সচেতন মহল দ্রুততম সময়ের মধ্যে অভিভাবক সদস্য পদে নির্বাচন দিয়ে নিয়মিত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, ধারাবাহিকভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে ২০১৪ সালে অভিভাবক সদস্য পদে নির্বাচনের তফশিল ঘোষণা করেন। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র জমাদান এবং ভোটার তালিকা প্রকাশ করেন। ভোটার তালিকায় একটি নাম দুটি স্হানে থাকায় নির্বাচনে অংশগ্রহণকারী সদস্যা আনেহুর খাতুন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক মামলাটি খারিজ করে দেন। এ খবর এলাকায় পৌঁছুলে এলাকার সচেতন মহলসহ অভিভাবকরা নতুন নির্বাচনর তফশিল ঘোষণার দাবি জানান। এদিকে নির্বাচনে লড়তে প্রার্থীরা এখন থেকেই লোকজনের সাথে আলোচনা ও ভোটারদের মাঝে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।