দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে একটি ভবন ঝুঁকিপূর্ণ : পাঠদান চলছে খোলা স্থানে

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরোনো দ্বিতল ভবন ব্যবহারের অনুযোগী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা সম্ভব না হওয়ায় গাছতলায় চলছে ক্লাস। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হলেও জায়গার সংকুলান না হওয়ায় পুরোনো দ্বিতল ভবনে চলতো ক্লাস। ভবনটির ছাদের খণ্ড খণ্ড অংশ খসে খসে পড়ছে। ফলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ভয়ের কারণে শ্রেনিকক্ষের বাইরে খোলা আকাশের নিচে ক্লাস করছে। ২০১৪ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও কক্ষের অভাবের কারণে এখানেই চলতো পাঠদান। এখন গাছতলায় পাঠদান চললেও একটু রোদ-বৃষ্টি হলেই আবার ঝুঁকিপূর্ণ ভবনে চলে যেতে হয়। ঝুঁকিপূর্ণ ভবনটি ভকেশনাল শাখার ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাঠদানের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ বিষয়ে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাশার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাইরে ক্লাস নিতে হয়। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি এসএসসি কেন্দ্র। পরীক্ষার্থীরদের জন্য ভবনটি জরুরিভাবে সংস্কার জরুরি। এ ব্যাপারে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।