দামুড়হুদার কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ে ৮ শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

 

নামকাওয়াস্তে পরীক্ষা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা অভিযোগ

স্টাফ রিপোটার: দামুড়হুদার কার্পাসডাঙ্গা মহাবিদ্যালয়ে ৮ শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ। এ লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর ৪র্থ বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ৬ বিষয়ে ৮ পদের বিপরীতে ৩১ প্রার্থী আবেদন করেছেন।

জানা গেছে, মহাবিদ্যালয়ের মোট ৮টি শিক্ষকপদের মধ্যে বাংলা শিক্ষকের ২টি পদের জন্য আবেদন করেছেন ১০ জন, রাষ্ট্রবিজ্ঞানের ১টি পদে ৪ জন, অর্থনীতির ১টি পদের জন্য ৪ জন, হিসাব বিজ্ঞান ২টি পদের জন্য ৬ জন, দর্শনের ১টি পদে ৩ জন ও ব্যবস্থাপনা ১টি পদের জন্য আবেদন করেছেন ৪ প্রার্থী। আজ সকাল ১০ টায়  মহাবিদ্যালয়ে প্রার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ উঠেছে নামকাওয়াস্তে এ পরীক্ষার ব্যবস্থা করা হলেও ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষক পদের বিপরীতে কার্পাসডাঙ্গার শাহিনুর, আশরাফুল আলী, আরামডাঙ্গার মতিয়ার রহমান, ধান্যঘরার মকসেদুল ইসলামসহ প্রতিটি পদেই শিক্ষক নির্ধারণ করা হয়েছে। কীভাবে তাদের নির্ধারণ করা হয়েছে তা নিয়ে উঠেছে গুঞ্জন। কেউ কেউ বিদ্যালয়ের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির বিরুদ্ধে করেছে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সুদৃষ্টি কামনা করেছে সচেতনমহল। এ বিষয়ে পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও অধ্যক্ষ হামিদুর রহমান বলেছেন, যোগ্যতার পরীক্ষা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগ দেয়া হবে।