দামুড়হুদার কানাইডাঙ্গায় পুলিশের বাঁধায় জামায়েত ইসলামির নির্বাচনীসভা পণ্ড

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় আগামী জাতীয় সংসদ নির্বাচনীর লক্ষে নির্বাচনীসভা পুলিশের বাঁধায় পণ্ড হয়েছে। জানা গেছে গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কানাইডাঙ্গা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত ইসলামির মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিনের নির্বাচনীসভা হয়।  গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ নির্বাচনী সভায় এসে সভাটি না করার জন্য বললে তারা সভা বন্ধ করে দেন। দামুড়হুদা মডেল থানার কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, একটি রাজনৈতিকসভা করতে গেলে প্রশাসনের অনুমতি লাগে কিন্তু তারা কোনো অনুমতি ছাড়া সভা করছিলো। এটা নির্বাচনীসভা না কোনো নাশকতা করার জন্য গোপনে মিটিং করছিলো সেটা পুলিশ দেখতে গিয়েছিলো এবং পুলিশের উপস্থিতিতেই অগণতান্ত্রিকসভা পণ্ড হয়। এদিকে মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন জানান আমরা কোনো অনুমতি ছাড়ায় সভা করছিলাম এটা আমাদের ভুল হয়ে গেছে। অবশ্যয় আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তপক্ষের জানানো উচিত ছিলো।