দামুড়হুদার ইব্রাহিমপুরে কেআর মালিক আধুনিক হাসপাতালের কার্যক্রম ত্বরান্বিত করতে সভা

 

মালিক পরিবারকে প্রশংসা করে সকল প্রকারের সহযোগিতার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কেআর মালিক আধুনিক হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধিসহ এলাকার হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা প্রদান ও প্রসারের বিশেষ উদ্যোগ নেয় হয়েছে। এরই অংশ হিসেবে চিকিৎসা প্রদানের পদ্ধতি সম্পর্কে গতপরশু এক আলোচনাসভার আয়োজন করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুড়ানপুর ইউপি চেয়ার‌ম্যান ইদ্রিস আলী, চিৎলা হাসপাতালের সাবেক আরএমও ডা. ইকরামুল হক জোয়ার্দ্দার, কেআর মালিক আধুনিক হাসপাতালের এডমিন এএসএম মিরাজুল হাসান তুষার ল্যাব টেকনিশিয়ান, ইয়াসির আরাফত প্রিন্স, পল্লি চিকিৎসক সমিতির সভাপতি ডা. শামসুর জোহা বাবু, সম্পাদক ডা. নওসের আলীসহ ইউপি মেম্বার শান্তি, সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। সভাপতি বলেন, মালিক পরিবারের সাথে ঘনিষ্ঠ হওয়ার পর জানতে পেরেছি এরা সাধারণ মানুষের জন্য কতোটা নিবেদিত। এআর মালিক তার নিজ গ্রাম ইব্রাহিমপুরে একটি আধুনিক হাসপাতাল স্থাপন করে দরিদ্র ও বঞ্চিত মানুষগুলোর চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ উদ্যোগকে আমরা অবশ্যই সাধুবাদ জানায়। জুড়ানপুর ইউপি চেয়ারম্যান অভিন্ন মন্তব্য করে বলেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা দেয়ার এ উদ্যোগ সফল করতে আমাদের পক্ষে সকল প্রকারের সহযোগিতা করা হবে। সভা শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।