দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে দুর্নীতির সত্যতা মিললো : মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ

দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে দুর্নীতির অভিযোগে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্তারা। ২ দিন কাজ বন্ধ থাকার পর প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্নীতির সত্যতা পেয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কড়া হুঁশিয়ারি দিয়ে নিম্নমানের সামগ্রী অপসারণের মধ্যদিয়ে মানসম্মত সামগ্রী দিয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু গ্রহণ করেন তড়িৎ পদক্ষেপ। সম্প্রসারণ কাজ বন্ধ করে দেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধিদল সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দল অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর গোলাম সরোয়ারকে দ্রুত নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছেন। সপ্তাখানেক আগেই এ ধরণের অভিযোগের প্রেক্ষিত লিখিতভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ার করা হলেও তার তোয়াক্কা না করেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সম্পসারণের কাজ নির্বিঘ্নে চালাচ্ছিলো ওই প্রতিষ্ঠানটি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, নবনির্বাচিত দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী প্রমুখ। আজ বুধবার থেকে নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী দ্রুত অপসারণের পরপরই মানসম্মত সামগ্রী দিয়ে সড়ক সম্প্রসারণের কাজ শুরু করার দাবি তুলেছে দর্শনাবাসী।