দর্শনা বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান

মোটরসাইকেল মদ ও তিল উদ্ধার

 

দর্শনা অফিস:  দর্শনা বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছেন। এ অভিযানে বিজিবি সদস্যরা মোটরসাইকেল, মদ ও ভারত পাচারমুখি তিল উদ্ধার করেছেন।

গতকাল রোববার রাত ৮টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনার পার্শ্ববর্তী আকন্দবাড়িয়ায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দর্শনা-জীবননগর মহাসড়কের আকন্দবাড়িয়ায় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দু মাদক কারবারী। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে কালো সবুজ রঙের একটি এক্সএল মোটরসাইকেল। মোটরসাইকেল থেকে অভিনব কৌশলে সেটিং করা অবস্থায় ৪৮ বোতল ভারতীয় ত্রিএক্স রাম মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

এদিকে বিজিবির একই গত শনিবার সন্ধ্যায় গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় রাম শ্রী মদ উদ্ধার করেছে। শুক্রবার রাত ১০টার দিকে উদ্ধার করেছে দর্শনা মেমনগর থেকে ভারত পাচার মুখি ৩শ ৯০ কেজি তিল।