দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠানের প্রস্তুতিসভা

 

সংগঠনের ঐক্য ও মর্যাদা রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির শপথ অনুষ্ঠান আগামী ৯ মে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিসভার সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক হারুন রাজু। আলোচনা করেন যুগ্মআহ্বায়ক মনিরুজ্জামান সুমন, প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হানিফ মণ্ডল, সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল। সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন। প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, যুগ্মসম্পাদক নজরুল ইসলাম, অর্থসম্পাদক জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক, সাহিত্য, সমিতির সহসভাপতি চঞ্চল মেহমুদ, যুগ্মসম্পাদক জামান তারিক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনজুর আহম্মেদ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শিপন রহমান, নির্বাহী সদস্য এফএ আলমগীর, মোস্তাফিজুর রহমান কচি, ক্লাবের সহযোগী সদস্য জিল্লুর রহমান মধু, মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য, দর্শনা প্রেসক্লাবের ঐক্য সমুন্নত রাখতে সাধারণসভায় সকল সদস্যের সম্মতিক্রমে উপদেষ্টা পরিষদের ৫ সদস্যকে কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। সে মোতাবেক গত ২৬ এপ্রিল সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উপদেষ্টাদের নিয়ে গঠিত নির্বাচন কমিশন ক্লাব ও সমিতির পৃথক দুটি কমিটি ঘোষণা দেন। এ কমিটিকে দায়িত্বভার সোপর্দ ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠান আগামী ৯ মে ক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে ক্লাবের আহ্বায়ক কমিটি প্রস্তুতি নিতে শুরু করেছে। শপথ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে হারুন রাজুকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন- মনিরুজ্জামান সুমন, আজিমউদ্দিন আহম্মেদ, জাহিদুল ইসলাম ও কামরুজ্জামান যুদ্ধ। এছাড়া ক্লাব ও সমিতির ঐক্য এবং সমন্বয়করণে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক এফএ আলমগীর, অন্যান্য সদস্যরা হলেন-কামরুজ্জামান যুদ্ধ, চঞ্চল মেহমুদ, শিপন রহমান, মুনজুর আহম্মেদ ও নজরুল ইসলাম। এদিকে ক্লাবের আহ্বায়ক কমিটি আজকালের মধ্যে উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা মোতাবেক শপথ অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি নিতে পারে।