দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের যৌথসভা

দর্শনা অফিস: দর্শনাসহ আশপাশ এলাকা ছেয়ে গেছে হলুদ সাংবাদিকে। ওই সকল হলুদ সাংবাদিক বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে সাংবাদিকতার মতো মহান পেশা কলুষিত করছেন। ক্ষুন্ন করছে সাংবাদিকদের মর্যাদা। যে কারণে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। অভিযুক্ত হলুদ সাংবাদিক ও তাদের সহযোগীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি। এ লক্ষ্যে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি যৌথসভা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত যৌথসভায় দর্শনার প্রকৃত সাংবাদিকদের সুনাম ধরে রাখতে হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে নানামুখি ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। হলুদ সাংবাদিক রুখতে এরই মধ্যে জেলার শীর্ষ পদস্থ কর্মকর্তা ও পত্রিকার প্রকাশক এবং সম্পাদকদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। হলুদ সাংবাদিককে সহযোগিতার ক্ষেত্রে দর্শনা প্রেসক্লাবের কোনো সদস্য সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি। সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের সভাপতি হানিফ মণ্ডল। আলোচনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকরামুল হক পিপুল, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, বর্তমান পরিষদের সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সমিতির সহসভাপতি চঞ্চল মেহমুদ, সাংবাদিক ইয়াছির আরাফাত মিলন, মনিরুজ্জামান সুমন, নুরুল আলম বাবু, রাজিব মল্লিক, মুনজুরুল ইসলাম, সাব্বির আলীম প্রমুখ।