দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারে আলোকিত সমাজ গঠন শীর্ষক আলোচনাসভা

 

হারুন রাজু/হানিফ মণ্ড: ‘এক মুঠো ভাত নয়, এক মুঠো আলো চাই’ এ প্রতিবাদকে বুকে ধারণ করে দর্শনায় আলাকিত সমাজ গঠন গণউন্নয়ন গ্রন্থাগারের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে গণউন্নয়ন গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হোসেইন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যশোর হেড কোয়ার্টার ও দর্শনা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার কাজী বজলুর রশীদ, চুয়াডাঙ্গা কাস্টমসের সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম ও শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন- দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের সমন্বয়ক কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান। আলোচনা করেন- গিয়াস উদ্দিন পিনা, সাংবাদিক হানিফ মণ্ডল, আওয়াল হোসেন, ইকরামুল হক পিপুল, যুব ফোরামের ফয়সাল আহমেদ, মঈনুল হোসেন, ইব্রাহিম হোসেন দেওয়ান, এমএ মামুন, টুটুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শিশু ফোরামের সংগ্রাম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাফিজ সাদিক উজ্জ্বল।