দর্শনা কলেজপাড়ায় বাড়ির পাঁচিল ভাঙার অভিযোগে হারুনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোটার: দর্শনা কলেজপাড়ার বাড়ির সীমানা পাঁচিল ভাঙার অভিযোগ তুলে পৌর কার্য সহকারী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দর্শনা কলেজপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী ডলি খাতুনের দায়েরকৃত মামলার বিবরণে জানা গেছে, নিয়মরীতি মেনে বাড়ির সীমানা পাঁচিল নির্মাণ করলে দর্শনা পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্য সহকারী হারুন অর রশিদ গত মাসের ১২ তারিখ সকাল ১০টার দিকে লোকজন নিয়ে জোরপূর্বক পাঁচিল ভেঙে দেয়। বাধা দিতে গেলে হুমকি-ধামকি দেয়া হয়। এ ঘটনায় পরের দিন চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডলি খাতুন। হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করায় পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ডলির স্বামী রফিকুল ইসলাম রফিক।
এদিকে হারুন অর রশিদ বলেছেন, পৌর নিয়ম তোয়াক্কা না করে অবৈধভাবে সীমানা পাঁচিল নির্মাণ করেন রফিক। পৌর মেয়রের নির্দেশক্রমে পাঁচিল ভাঙা হয়েছে। এছাড়া রফিকের পরিবারের কাউকে কোনো প্রকার হুমকি দেয়া হয়নি।