দর্শনা ও সুলতানপুর বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিলসহ আজমপুরের আসাদুল আটক

 

দর্শনা অফিস: দর্শনা ও সুলতানপুর বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আজমপুরের আসাদুল নামের এক বহনকারীকে আটক করেছে। ফসকে গেছে মাদকচক্রের হোতা সুজন। আসাদুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার আশানুল হক গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান আজমপুর মাঠপাড়ায়। মাঠপাড়া থেকে বিজিবি সদস্যরা আটক করেছে ওই পাড়ার নবীস উদ্দিনের ছেলে আসাদুলকে (৩২)। আসাদুলের ভ্যান থেকে উদ্ধার করা হয় ১২০ বোতল ফেনসিডিল। ফেনসিডিলসহ ভ্যান জব্দ করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় হাবিলদার আশানুল হক বাদি হয়ে গতকালই আসাদুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ফেনসিডিলের মালিক দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের অভিযুক্ত মাদক সম্রাট সুজন গেলো ফসকে, গ্যাড়াকলে পড়লো বহনকারী ভ্যানচালক আসাদুল। সুজনকে আটকের দাবি তুলেছে এলাকাবাসী। বুধবার রাত ২টার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি সদস্যরা ঝাঝাডাঙ্গা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছেন ৪৮ বোতল ফেনসিডিল। আগের রাত ২টার দিকে সুলতানপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান নাস্তিপুরের কালার মাঠে। এ অভিযানে বিজিবি সদস্যরা ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো মাদককারবারীকে।