দর্শনায় সুলতানপুরের রানার ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে কেরুজ বাংলা মদসহ সুলতানপুরের রানা নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে দামুড়হুদা উপজেলা ভূমি অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই সাইদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা রেলবাজার এলাকায়। পুলিশ বাজার এলাকা থেকে গ্রেফতার করে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুরের কায়দার আলীর ছেলে রানাকে (২৫)। পুলিশ রানার কাছ থেকে দেড় লিটার কেরুজ বাংলা মদ উদ্ধার করেছে। বেলা ১১টার দিকে ঘটনাস্থলে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালীমের ভ্রাম্যমাণ আদালতে গ্রেফতারকৃত রানাকে হাজির করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল হালীম মদ রাখার অপরাধে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন। অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। গতকালই রানাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।