দর্শনার যুবলীগ নেতা মিলনের দাফন সম্পন্ন

 

দর্শনা অফিস: দর্শনা রেল বাজারের বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী যুবলীগ নেতা হাবিবুর রহমান মিলনের লাশ জানাজা শেষে মোবারকপাড়া গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজা ও দাফন কার্যে এমপি টগর, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ ও পৌর মেয়র মতিয়ারসহ এলাকার মানুষের ছিলো উপচে পড়া ভিড়। দর্শনা রেলবাজারের রাতুল জুয়েলার্স, সিঙ্গার শো-রুমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যুবলীগ নেতা হাবিবুর রহমান মিলন গত ২৩ জানুয়ারি দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার জন্য ভর্তি করা হয় খুলনা ফরটিক হাসপাতালে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে মিলনের হার্ডে রিং স্থাপন করা হলে অবস্থার কিছুটা উন্নতি দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ২য় বারের মতো ব্রেনস্ট্রোক করলে মিলনের অবস্থার চরম অবনতি দেখা দেয়। ফলে শুক্রবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। দিনদিন মিলনের অবস্থার চরমভাবে অবনতি দেখা দিলে ফরটিক হাসপাতালের চিকিৎসকরা মিলনকে রেফার করেন ঢাকা অ্যাপোলে হাসপাতালে। হেলিকপ্টারযোগে মিলনকে ঢাকায় নেয়ার প্রক্রিয়া চলাকালে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ইন্তেকাল করেন।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে মিলনের লাশ আনা হয় কেরুজ বাজার মাঠে। জানাজার সাড়ে ১১টায় অনুষ্ঠিত হলেও সকাল ১০টা থেকেই দর্শনা রেলবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জানাজায় শরিক হন ব্যবসায়ীরা। জানাজা শেষে মোবারকপাড়া গোরস্তানে দাফন সম্পন করা হয় মিলনকে। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, গোলাম ফারুক আরিফ, আতিয়ার রহমান হাবু, ইদ্রিস আলী, মীর জামিল হোসেন, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, ক্যাশিয়ার মোখলেসুর রহমান, দফতর সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা আ. হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, দিপু রেজা, মান্নান খান প্রমুখ। জানাজা করেন হাফেজ আসাদুল্লাহ সোহাগ। দোয়া পরিচালনা করেন দর্শনা রেলবাজার জামে মসজিদের পেশ ইমাম হাজি মুফতি গোলাম কিবরিয়া।