দক্ষিণ সুদানে ফের সংঘর্ষ : নিহত ২৬

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির বরখাস্ত ভাইস প্রেসিডেন্ট রেইক ম্যাকারের অনুগত সেনাদের অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করার পরদিনই রাজধানী জুবায় ফের সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছে। সকালের দিকে অবিরাম গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। লড়াইয়ে নিহত হয় অন্তত ২৬ জন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং রাজধানী জুবার হাসপাতালের এক চিকিৎসক একথা জানান। পরিস্থিতি এখন স্পষ্টতই উত্তেজনাপূর্ণ এবং অমীমাংসিত বলে মন্তব্য করেছেন সুদান ও দক্ষিণ সুদানের বিশেষ মার্কিন দূত ডোনাল্ড বুথ। এর আগে সোমবার প্রেসিডেন্ট কির জানিয়েছিলেন, সেনাবাহিনীর দু দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট রেইক ম্যাকারের ক্ষমতা দখলের চেষ্টাতেই এ সংঘর্ষ হয়। রাজধানী জুবায় রাতভর প্রচণ্ড গোলাগুলির পর সরকার শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে এবং নাগরিকদের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলনে জানান কির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *